মোঃ রেজাউল হক শাকিল ।।
আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী গরুর ছাগলের বিভিন্ন হাট বাজারে পকেটমার, চুরি ও ছিনতাই রোধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন। এছাড়া মসলাসহ বিভিন্ন পণ্যদ্রব্য নির্ধারীত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রন রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জালটাকা রোধে বিভিন্ন হাটবাজার গুলোতে জালটাকা চিহ্নিত করার মেশিন ব্যবহার করা হবে বলে জানানো হয়।
সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরী আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত গুলো নেওয়া হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর পরিচালনা ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, মেডিকেল অফিসার ডাঃ সঙ্খজিত সমাজপতি, এস আই মিথুন কুমার মন্ডল, আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মোস্তফা সারয়ার খান, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, মুক্তিযুদ্ধা, বিজিবি সালদা ও শশীদল বিওপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।