1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাকওয়া বিহীন সমাজ হচ্ছে ক্রাইমের সমাজ -এটিএম মাছুম স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা হয়ে যাক: হাসনাত আবদুল্লাহ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণপাড়া কৃতি সন্তান এডভোকেট নূরুল হুদা কুসিক কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলন, দুদকের অভিযান নাঙ্গলকোটে শিবিরের পক্ষ থেকে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের

ব্রাহ্মণপাড়ায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

গেলো ৮ জুন শনিবার থেকে ১৪ জুন শুক্রবার পর্যন্ত সারাদেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০ জুন ) বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম।

কনফারেন্সে ভূমিসেবা সপ্তাহ উদযাপন বিষয়ক বিভিন্ন তথ্য সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভূমি সেবাকে ডিজিটাল করার মাধ্যমে স্মার্ট সেবায় রূপান্তর করা হয়েছে। প্রতিটি নাগরিক ঘরে বসেই ভূমি সংক্রান্ত যেকোনো কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, উপজেলা ভূমি অফিস ও উপজেলার ৮টি ইউনিয়ন ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব ভূমিসেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ নাগরিককে ভূমিসেবা দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দেয়া হচ্ছে।

কনফারেন্সে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দু্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কান্তি দেবনাথ, পংকজ কুমার আচার্য, দিদারুল ইসলাম, কাজী মো. ইউসুফ, মোহাম্মদ মাহবুব আলম, মো. আবদুল আওয়াল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD