তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
বৃহস্পতিবার (৬ জুন) কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় বিপুল উৎসাহউদ্দীপনায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন এর জন্মদিন পালিত হয়।
এসময় তাকে ফুলেল শুভেচছা জানান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ কুমিল্লা বারের প্রায় দুই শতাধিক আইনজীবী।
ওই অনুষ্ঠানে কেক কাটার পর উপস্থিত সকলের মাঝে প্রেস্টিজ, মিষ্টি ও কোকসহ বিভিন্ন মুখরোচক খাবার বিতরণ করা হয়।
এসময়ে মোঃ মোস্তাফিজুর রহমান লিটন বলেন- আসছে ডিসেম্বর মাসের শেষদিকে কুমিল্লা বারের আইনজীবীদের নিয়ে আনন্দ ভ্রমণে কুমিল্লা থেকে কক্সবাজার হয়ে সেন্টমাটি যাবো ইনশাআল্লাহ।
ওই আনন্দ ভ্রমণ সফল ও স্বার্থক করতে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
ওই অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন- আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হবো।
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন আইনজীবী বান্ধব নেতা। তিনি আইনজীবীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন।