1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বৈশাখী উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান - Dainik Cumilla
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস কুসিকের প্রধান নির্বাহী সামছুল আলমকে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ কলেজ গভর্নিং বডি সভাপতি জাফর সাদিক, বিদ্যোৎসাহী আবু ইউনুস হাসান মানিক ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত কুমিল্লায় তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই চান্দিনায় কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি স্কেলের আঘাতে শিশুর চোখ ক্ষতিগ্রস্ত: কুমিল্লার সেই স্কুলশিক্ষক গ্রেপ্তার নাঙ্গলকোটে বিএনপির সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহতদের পাশে বিএনপি, কমিটি বাতিল

ব্রাহ্মণপাড়ায় বৈশাখী উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩ দিন ব্যপি বৈশাখী মেলার শেষ দিনের বিকেলে বৈশাখী উৎসব ১৪৩১ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল (শনিবার)  বিকেলে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য এম এ জাহের এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।

অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি, দেশের গান, একক ও দলীয় নৃত্য, লোকগীতি সহ দেশীয় বিভিন্ন সংস্কৃতি উপস্থাপনা করেন।

অনুষ্ঠানের একই দিন দুপুরে উপজেলা মিলনায়তনে প্রথমিক পর্যায়ের শিক্ষের্থীদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগীতা ও  মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়মে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা মইনুদ্দিন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, মৎস কর্মকর্তা জয় বনিক, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জহিরুল হক, মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল, রিপন ভূইয়া, ফরিদ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান, অর্থ সম্পাদক অপু খান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের  প্রধানগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাধারণ দর্শনার্থী। এছাড়া বৈশাখী মেলায় সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে ১ দিন বৃদ্ধি করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD