মোঃ রেজাউল হক শাকিল ।।
বাংলা নববর্ষ উপলক্ষে এক সময়ের গ্রাম বাঙলার ঐহিত্য বৈশাখী মেলাকে স্বমহিমায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা -৫ বুড়িচং – ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম,এ জাহের এমপির। উদ্বোধন কালে এমপি বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যুগান্তকারী একটি পদক্ষেপ হয়ে থাকবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ মেলা একান্ত দরকার।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলে চলবে।
মেলায় ব্রাহ্মণপাড়ার নারী ও যুব সম্প্রদায় তাদের নিজস্ব উপকরণ প্রদর্শনী ও বিক্রয় করতে পারবে। এছাড়াও এক সময়ের গ্রাম বাঙলার ঐতিহ্য বিভিন্ন পণ্য সামগ্রীসহ কৃষি পণ্য, লোকশিল্প, মৃৎ শিল্প, কাঠ, বাঁশের বিভিন্ন উপকরণও স্থান পেয়েছে এ মেলায়।
এছাড়া আজ ২৫ এপ্রিল বিকেলে কাবাডি ম্যাচ ও ২৭ এপ্রিল বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।