1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জিবি বন্ধ হলেও থেমে নেই ভাড়া নৈরাজ্য - Dainik Cumilla
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভিক্টোরিয়া কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও আছে নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মদক বিক্রির টাকা-সহ কারবারি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে: নাহিদ ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সব দর্জি দোকানে চলছে সেলাই। অনেক দোকানি বাড়িয়েছেন কারিগর। মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণপাড়ায় জিবি বন্ধ হলেও থেমে নেই ভাড়া নৈরাজ্য

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের ইচ্ছামতো ভাড়া আদায়ের কারণে সাধারণ যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকাল থেকে ব্রাহ্মণপাড়া হতে কুমিল্লার সিএনজি ভাড়া দ্বিগুণ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক যাত্রী। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানালে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা যাতায়াতের প্রধান বাহন সিএনজি চালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, জেলা সদরে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও কলেজগামী শিক্ষার্থীরা পুরোপুরিভাবে এ বাহনটির উপর নির্ভরশীল। ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার নির্ধারিত ভাড়া ৫০ টাকা। কিন্তু যাত্রীদের জিম্মি করে এক শ্রেণির অসাধু সিএনজি চালক নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত আদায় করে থাকেন হরহামেশাই। কারণ হিসেবে অতীতে বিভিন্ন পয়েন্টে জিবি ( টোল) আদায়কে সামনে আনতেন সিএনজি চালকেরা। অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় জরিমানা সহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হলেও বন্ধ হয়নি ভাড়া নৈরাজ্য। বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষিতে গত পহেলা বৈশাখ ( ১৪ এপ্রিল) ব্রাহ্মণপাড়া উপজেলার সকল পয়েন্ট থেকে জিবি আদায় বন্ধ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে স্বস্তির নি:শ্বাস ফেলেন সাধারণ যাত্রীরা৷ কিন্তু এর এক সপ্তাহ না যেতেই আগের মতো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
এ পথে যাতায়াতকারী যাত্রী আব্দুর রহমান বলেন, আজ ( বৃহস্পতিবার) সকাল ৮ টায় কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠলে তিনি সহ অন্যান্য যাত্রীর কাছ থেকে ১০০ টাকা ভাড়া আদায় করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে কোনো সিএনজি চালক সদুত্তর দিতে পারেন নি। এদিকে ভাড়া নৈরাজ্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD