মোঃ রেজাউল হক শাকিল ।।
আসন্ন পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে সড়কে জলাবদ্ধতা নিরসন, যানজট ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।এছাড়া ব্রাহ্মণপাড়া বাজারে চুরি ও ছিনতাই বন্ধ করতে সিসি কেম্যরা গুলো সচল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যেসকল পণ্যের ডিলিং লাইসেন্স করা বাধ্যতামূলক সেসব পণ্যের ডিলিং লাইসেন্স বিহীন ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান, বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক, জুয়া, ড্রেজিং, ভারত থেকে অবৈধ পণ্য অনুপ্রবেশ, কিশোর গ্যং এর বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর পরিচালনা ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যন আমিনুল ইসলাম সুজন,
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানা অফিসার ইচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার, প্রধান শিক্ষক আবু হানিফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ইউডিসির চেয়ারম্যন আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল আকবর, আনিছুর রহমান ভূইয়া রিপন, শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, বিজিবি সালদা ও শশীদল বিওপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।