1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা, তীব্র যানজট - Dainik Cumilla
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভিক্টোরিয়া কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও আছে নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মদক বিক্রির টাকা-সহ কারবারি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে: নাহিদ ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সব দর্জি দোকানে চলছে সেলাই। অনেক দোকানি বাড়িয়েছেন কারিগর। মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা, তীব্র যানজট

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

ব্রাহ্মণপাড়াতে বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা, শুরু হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগের শিকার হন হাজারো মানুষ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বৃষ্টিতেও ভোগান্তি আর কষ্ট হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাহ্মণপাড়াবাসী। দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে সড়কে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কের ভিশন হসপিটাল, প্রাণি সম্পদ অফিস ও শিশু মাতৃ হাসপাতালের সামনের রাস্তায় জলাবদ্ধতা ছোটবড় গর্ত ও খানাখন্দে ভরা।এসকল কারণে ট্রাক, বাস, সিএনজি, অটোরিক্সা ও অন্যান্য যানবহন ধিরে চলে। যার প্রভাবে ব্রাহ্মণপাড়া (সদর) বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। তীব্র যানযটের সবচোয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে ব্রাহ্মণপাড়া কুমিল্লা চলাচলকারী যাত্রীরা। এছাড়া কুমিল্লায় গিয়ে চিকিৎসা নেওয়া রোগী ও কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়ায় এসে অফিস করে এমন যাত্রীরা ভোগান্তির শিকার বেশি হচ্ছে। কারণ আগে যেখানে ৩৫/৪০ মিনিটের মধ্যে কুমিল্লা – ব্রাহ্মণপাড়া আসা-যাওয়া করা যেতো সেখানে দ্বিগুন সময় লাগছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সামনে (ব্রাহ্মণপাড়া – কুমিল্লা) সড়কে গাড়ি চালকেরা জলাবদ্ধতার কারণে ছোট বড় গর্ত না দেখা যাওয়া কয়েকটি যানবাহন উল্টিয়ে যায়।এতে মালামাল ক্ষতিসহ কয়েক জন আহত হয়।
সিএনজি চালক জয়নাল বলেন, রাস্তার খানাখন্দের কারণে সড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো যায়না আবার কখন যে ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি অচল হয়ে পরে সে ভয় সবসময় থাকে। এব্যপারে সচেতন মহল মনে করে, আগামী কয়েক দিনের মধ্যে যদি এ জলাবদ্ধতা ও রাস্তা সংস্কার না করা হয় তাহলে এই রমজানের ঈদে ব্রাহ্মণপাড়াবাসীর ভোগান্তির অন্ত থাকবেনা।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন বলেন, আজকে ব্রাহ্মণপাড়া উপজেলায় সমন্বয় মিটিংয়ে এ সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্বে এ সড়কের দুই পাশের পুকুর ভরাট করার কারণে বর্তমানে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে সড়ক থেকে কিভাবে পানি সরানো যায় তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD