ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধু’র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে।
দিবসটি উপলক্ষে ১৭ মার্চ দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাদ যোহর কলেজের মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
দিবসের তাৎপর্য তুলে ধরে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন- যারা বঙ্গবন্ধু’র আদর্শ লালনে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় নিজেদের মেধা ও শ্রমকে আত্মনিয়োগ করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তারা বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত অনুসারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির জন্য নয়, বিশ্বের নিপীড়িত এবং নির্যাতিত গণমানুষের মুক্তির পথপ্রদর্শক।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক ইউনুস মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।