মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে৷ গত কাল (১৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা শশীদল রেলস্টেশন এবং আশ পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়৷ উপজেলা সুত্রে জানাযায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর শশীদল বিওপির আওতাধীন বিওপি হতে আনুমানিক ৩০০ গজ উত্তর পশ্চিম কোনে অবস্থিত শশীদল রেলওয়ে ষ্টেশনে ও পূর্ব দিকে বাতানবাড়ী ১৪ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স. ম.আজহারুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা এর নেতৃত্বে এবং শশীদল বিওপির জেসিও-৯০০৮ নায়েব সুবেদার মোঃ হারুন রশিদ সহ ১৩ জন বিজিবি সদস্য এর উপস্থিতিতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় – হিমালয় নিম ফেসওয়াশ ১০৯৮ পিছ, ডাবল আম লা ৯৬পিছ, নেহা মেহেদী ১০৮০০পিছ,কিসমিস ০৮কেজি, চিনি ৬৩০কেজি, টিনা সাবান ২০পিছসহ মোট ১১ লক্ষ্য ৫ হাজার ৭শত টাকা মূল্যের ভাতীয় মালা মাল আটক করা হয়েছে৷ টাস্কফোর্সের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম৷