1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভিসিটি'র প্রথম পুনর্মিলনীতে পুনর্জাগরণ - Dainik Cumilla
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত নাঙ্গলকোটে গোপনে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ কুমিল্লায় অনেক বড় প্রকল্প আটকে আছে, এগুলোর উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যবের একগুচ্ছ নির্দেশনা কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

ভিসিটি’র প্রথম পুনর্মিলনীতে পুনর্জাগরণ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

খলিলুর রহমান।।

২০০৯ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্যসংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার(ভিসিটি) এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত এবং শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব আড়ম্বরের সাথে পালিত হয়েছে ভিসিটির ইতিহাসের প্রথম পুনর্মিলনী।

শনিবার সকালে সাবেক বর্তমান সবাই একত্রিত হয় ভিসিটি’র মহড়া কক্ষে। আলপনা আঁকা তোরণ দিয়ে প্রবেশ করে লাল গালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবেকদেরকে লাল গোলাপ এবং করতালির মাধ্যমে বরণ করে নেন বর্তমান সদস্যরা। সাবেক বর্তমান সবাই মিলে পুনর্মিলনীর ব্যানার নিয়ে ধীর পায়ে হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে উপস্থিত হয়। ম্যুরালের সামনে গ্রুপ ফটোসেশান করে সবাই আবার ফিরে আসে মহড়া কক্ষে। তালিকা অনুযায়ী সুশৃঙ্খলভাবে সবার হাতে সৌজন্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রাথমিক কার্যক্রম শেষে বাসে করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে কৃত্রিম ব্লু ওয়াটার পার্কে গিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।

প্রথমে হাস্যরসাত্মক পরিবেশে সবাই সবার সাথে পরিচিত হয়। কবিতা, গল্প, আড্ডা, গান, নৃত্য, ফ্যাশন শো, পালা গান, ছোট্ট অভিনয়, কুইজ, প্রথম পুনর্মিলনীর অনুভূতি প্রকাশ সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ভিসিটি নিয়ে সাবেকদের চমৎকার সব অভিজ্ঞতার বক্তব্য বর্তমান ভিসিটিয়ানদের নতুনভাবে উজ্জীবিত করেছে। ফেলে আসা রঙিন দিনের অনেক মজার মজার গল্প তুলে ধরেন অনেকে। যাদের অক্লান্ত পরিশ্রম এবং একান্ত কর্মনিষ্ঠার কারণে ভিসিটি আজ দেশে এবং দেশের বাইরেও ভালো অবস্থানে দাঁড়িয়েছে,সেই আত্মত্যাগী ভিসিটিয়ানদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ভিসিটি’র প্রয়াত নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

পুনর্মিলনীতে শ্রদ্ধাভাজনদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসনাত আনোয়ার উদ্দিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট নাট্যকার শাহজাহান চৌধুরী, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন আলম সহ সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সদস্য সহ বর্তমান সভাপতি,সাধারণ সম্পাদক এবং কার্যকরী পরিষদের সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD