1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
পড়লে দরুদ একবার রহমত মিলে দশবার - Dainik Cumilla
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন কুমিল্লায় কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে আদালতের কর্মচারীরা মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি কুমিল্লার সদর দক্ষিণ ধর্মপুর গ্রামে ঘর নির্মাণের মাটি খুঁড়তেই দৃশ্যমান হলো লাল ইটের প্রাচীন দেয়াল গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত মামলার আইও বললেন’ আল্লাহ ভরসা’ কুবিতে আগামীকাল সাবজেক্ট চয়েসের শেষ সময় ; ১ জুলাই ক্লাস শুরু

পড়লে দরুদ একবার রহমত মিলে দশবার

  • প্রকাশিতঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পঠিত

● সুহাইল আহমদ
দরুদ শরিফ পাঠে সব বিপদ-আপদ দূরীভূত হয়। মর্যাদা বৃদ্ধি পায়। দেহ রোগমুক্ত থাকে। স্বাস্থ্য অটুট হয়। হায়াত বৃদ্ধি পায়। যাবতীয় অভাব-অভিযোগ মোচন হয়। ইহকাল এবং পরকালের কল্যাণসহ দ্বীন-দুনিয়ার উদ্দেশ্য হাসিল হয়। নিয়মিত বেশি বেশি দরুদ পাঠের ফলে হাশরের মাঠে রাসূল (সা.)-এর
সুপারিশপ্রাপ্তি ও মুক্তি লাভের আশা করা যায়। দরুদ শরিফ পাঠের সর্বাপেক্ষা স্বাদের ও মধুর বিশেষত্ব এই যে, দরুদ শরিফ পাঠের অছিলায় পাঠক উন্নতির পথে অগ্রসর হয়। তার সারা জীবনের সব ধরনের গুনাহ মাফ হয়ে যায় এবং
স্বপ্নে রাসূল (সা.)-এর সাক্ষাৎ পাওয়া যায়।
প্রিয় নবি (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার ওপর দশটি রহমত অবতীর্ণ করবেন।
ইমাম কস্তুলানি (রা.) যিনি সহিহ বোখারির শরাহ লিখেছেন, তার প্রসিদ্ধ মাওয়াহেবে লুদুন্নিয়া নামক কিতাবে তিনি একটি চমৎকার হাদিস নকল করেন তা হলো, একবার রাসূল (সা.) মসজিদে নববিতে বসেছিলেন। এ সময়
চারজন প্রধান ফেরেশতা এসে রাসূল (সা.)-কে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন, ‘হে আল্লাহর রাসূল! আপনি কী চিন্তা করছেন? রাসূল (সা.) বললেন, আমার উম্মতের চিন্তা করছি, কীভাবে তাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। এ কথা শুনে প্রথম ফেরেশতা আজরাইল (আ.) বললেন,
‘আপনার ওই উম্মত, যে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দরুদ ও সালাম পাঠ করবে, আমি মৃত্যুর সময় তার জান, সম্মান ও ইজ্জতের সঙ্গে সহজে কবজ করব। দ্বিতীয় ফেরেশতা ইসরাফিল (আ.) বললেন,
আপনার যে উম্মত সকাল-সন্ধ্যা দশবার করে আপনার ওপর দরুদ ও সালাম পাঠাবে, আমি তার জন্য হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে সেজদারত অবস্থায় তার জন্য গুনাহ মাফির প্রার্থনা করব এবং প্রার্থনা কবুল না হওয়া
পর্যন্ত সেজদা থেকে মাথা তুলব না।
তৃতীয় ফেরেশতা মিকাইল (আ.)
বললেন, আপনার যে উম্মত সকালে দশবার
এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দরুদ ও সালাম জানাবে, আমি হাশরের মুয়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাব।
চতুর্থ ফেরেশতা জিবরাইল (আ.) রাসূল (সা.)-এর বাহু ধরে বললেন, অনুরূপ দরুদ পাঠকারীকে আমি এভাবে পুলসিরাত পার করে জান্নাতে পৌছে দেব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD