1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২ আজ ২টায় এসএসসি পরীক্ষার ফলাফল , যেভাবে পাবে শিক্ষার্থীরা বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে বুড়িচং প্রেস ক্লাবের মতবিনিময় কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা মুরাদনগরে ট্রিপল মার্ডারের ৮ আসামির ৩ দিনের রিমান্ড মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরানকে পাঁচ দিনের রিমান্ডে কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী তাসফির আত্মহত্যা, শিক্ষককে দায়ী করছে সহপাঠীরা মনোহরগঞ্জে বৃষ্টির পানিতে ডুবছে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা যাত্রীর ৯৯৯- এ ফোন পেয়ে চুরি হওয়া যাত্রীবাহী বাসসহ চোর আটক!

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আগুন লেগে বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ( ৮ ডিসেম্বর ) রাত আনুমানিক ৩টায় উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর গ্রামের হাজী বাড়ির মামুনুর রশীদের ঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ নগদ দেড় লখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের দশলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে ওই এলাকার মামুনুর রশীদের বসতঘরে এ আগুনের সূত্রপাত হয়। দেখতে দেখতেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে। এ সময় ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষকে আগুন লাগার বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মামুনুর রশীদের বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ নগদ দেড় লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে দশলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) আমিনুল ইসলাম সুজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

এ ব্যপারে ক্ষতিগ্রস্ত মামুনুর রশীদ কালবেলাকে বলেন, শুক্রবার রাত ৩টার দিকে আমার বাড়িতে আগুন লাগে। আগুনের সুত্রপাত কীভাবে হয়েছিল তা ঠিক জানি না। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও হতে পারে। তবে এতে আমার একটি বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ নগদ দেড়লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, এ ধরণের দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর গ্রামে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ঘটনাস্থল আমি সরেজমিনে পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারের ইস্টিমেট অনুযায়ী তাদের দশলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমি এর প্রতিবেদন করে জেলা প্রশাসক ও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর বরাবর পাঠিয়েছি। এতে ওই ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা হলেও ক্ষতিপূরণ পেতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা জনসচেতনতার অভাবেও অহরহ ঘটছে। এ জন্য বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহারের সঠিক নিয়ম জানা জরুরি। এ বিষয়ে প্রতিটি ইউপি চেয়ারম্যান সাহেবদের বলেছি ইউনিয়ন ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নিতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD