1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় জয়িতাদের সংবর্ধণা - Dainik Cumilla
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের লাকসামে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী ফ্রন্টের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষ, হতাহত ২০ কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় জয়িতাদের সংবর্ধণা

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধণা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সারে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধণার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মোহাম্মদ হুসাইন ও গীতা পাঠ করেন সহকারি অধ্যাপক মানস কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিল্পী মোহাম্মদ নিখিল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। অনুষ্ঠানে বিভিন্ন অবদানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা। জয়িতারা হলো- অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জনকারী নারী হয়েছেন দক্ষিণ শশীদল গ্রামের আব্দুর রহমানের মেয়ে মেহেরুন্নেছা স্বপ্না, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যে অর্জনকারী নারী হয়েছেন চন্ডিপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মোসাঃ জান্নাতুল ফেরদৌসী, সফল জননী নারী হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীর মাতা মোসাম্মৎ আশেদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন শিদলাই গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী মোসাঃ হুল চাঁন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন সাহেবাবাদ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোসাঃ শিরিনা আক্তার। এসময় মহিলা বিষয়ক কার্য্যালয়ের অফিস সহকারি মোঃ শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জয়িতারা উপস্থিত থেকে বেগম রোকেয়া দিবস সফল ও স্বার্থক করে গড়ে তুলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD