1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরের চুরি করতে দেখে ফেলায় দাদিকে হত্যা করল নাতি অবশেষে গ্রেফতার - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুরাদনগরের চুরি করতে দেখে ফেলায় দাদিকে হত্যা করল নাতি অবশেষে গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার মুরাদনগরের বৃদ্ধা আমেনা খাতুন (৮২) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত সাগর (২২) নামের এক যুবককে গ্রেপ্তারের পর পিবিআই জানিয়েছে, চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা করেছিল তারই নাতি মো. সাগর ওরফে সাগর বাদশা।

আজ বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পিবিআই, কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এর আগে এদিন সকালে মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রাম থেকে ঘাতক নাতিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। সাগর একই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পিবিআই জানায়, গত ১১ অক্টোবর রাতে আমেনা খাতুনকে মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়। তিনি মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামের মৃত তালেব আলীর স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে মো. আবু ইউসুফ বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশের পাশাপাশি পিবিআই এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

পিবিআই, কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন,গত প্রায় চার বছর আগে সাগর তার দাদির ঘর থেকে সোনার গহনা এবং টাকা চুরি করেছিল। তখন গ্রাম্য সালিসে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও জুতার মালা গলায় ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়।

এতে সে অপমানিত হয়ে চট্টগ্রামে চলে যায়। পরে দুই মাস আগে সাগর তার জেঠা আবু ইউসুফকে ম্যানেজ করে গ্রামে আসে। হত্যাকাণ্ডের পর পিবিআইয়ের অনুসন্ধানে ও এলাকাবাসীর তথ্যে সাগরের নাম উঠে আসে।’
তিনি আরো বলেন,গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাগর জানায়, রাতে দাদির ঘরে লাইট জ্বালানো ছিল। কারণ তিনি লাইট জ্বালিয়ে ঘুমাতেন।
ঘরে ঢুকে চালের ড্রাম থেকে টাকা বের করার সময় টের পেয়ে দাদি চিৎকার দিলে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সে। এ সময় বাসা থেকে পাঁচ হাজার টাকা ও দুটি তেলের বোতল নিয়ে পালিয়ে যায় সে। এটা একটি ক্লুলেস হত্যাকাণ্ড। নাতি তার দাদিকে হত্যার পর স্বাভাবিক ছিল। সে একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পিবিআই, কুমিল্লার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,বুধবার সকালে সাগরকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুসারে গ্রামের বাড়ির পুকুরের পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা একটি বঁটি দা, একটি ছোরা ও একটি স্টিলের রড উদ্ধার করা হয়। চার বছর আগের চুরির ঘটনায় সাগর তার দাদির ওপর ক্ষিপ্ত ছিল। ভেবেছিল এবারের ঘটনা প্রকাশ পেলে আগের মতো তাকে এলাকা ছাড়া হতে হবে। এ জন্য দাদিকে হত্যার সিদ্ধান্ত নেয় সে।

তিনি আরো বলেন কাল বৃহস্পতিবার ১৬৪ ধারায় জবানবন্দির জন্য তাকে কুমিল্লার আদালতে হাজির করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD