1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বাংলাদেশ একাদশ বনাম ভারত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ ২৭ অক্টোবর - Dainik Cumilla
সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত মামলার আইও বললেন’ আল্লাহ ভরসা’ কুবিতে আগামীকাল সাবজেক্ট চয়েসের শেষ সময় ; ১ জুলাই ক্লাস শুরু নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু মুরাদনগরে এমন কারও জন্ম হয়নি কায়কোবাদের বিপক্ষে নির্বাচন করবে : সাইবার ইউজার দল বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত কমিটির পরিচিতি সভা জুলাই গণঅভ্যুত্থানে আহত তানজিদের পাশে যুবদল

কুমিল্লায় বাংলাদেশ একাদশ বনাম ভারত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ ২৭ অক্টোবর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

 

নেকনর হোসেন ও তাপস চন্দ্র সরকার।।
আসছে ২৭ অক্টোবর কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ একাদশ বনাম ভারত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। “হ্যালো সুপারস্টারস” আয়োজিত এ প্রীতি ম্যাচে দুই দলে দুই দেশের জনপ্রিয় প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা অংশ নেবেন। প্রীতি ম্যাচে ভারতীয় একাদশ দলে নেতৃত্ব দেবেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মেহতাব হোসাইন। দলে থাকবেন বাইচুং, ভুটিয়া, রহিম নবীর মতো খেলোয়াড়েরা। বাংলাদেশ দলে খেলবেন মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমিলির মতো খেলোয়াড়েরা।
বুধবার বিকেলে কুমিল্লা একটি রেস্টুরেন্টে এ প্রীতি ম্যাচ আয়োজনে সার্বিক তথ্য তুলে ধরেন হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবর এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন। এসময় উপস্থিত ছিলেন হ্যালো সুপারস্টারস অ্যাপসের অনুষ্ঠান প্রধান নবীন হোসেন, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ অন্যান্য কর্মকর্তারা।
আসিফ আকবর জানান- প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মালয়েশিয়ার রাজ পরিবারের সদস্য ও হ্যালো সুপারস্টারস অ্যাপের ট্রাস্টি তপুয়ান নূর সাজান্না আবদুল্লাহ, মালয়েশিয়ার জাতির পিতার দৌহিত্র ও গ্লোবাল ফুটবল ক্যাম্পের কর্ণধার ও আইটিএম দাতো ইনদেরা টুঙ্কু হারুন্নারাশেদা পুত্রা।
সেই সাথে প্রীতি ম্যাচে ভারতীয় মান্যবর হাই কমিশনার প্রণয় ভার্মা, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিশেষ অতিথি থাকবেন বলে আশা করছি। তাছাড়া কুমিল্লা জেলাপ্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বিশেষ অতিথি থাকবেন বলে আশা করছি। এসময় কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD