1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বন্ধুর গায়ে হলুদ থেকে বাড়ি ফেরা হলনা অনিকের - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা  ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানাও প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে উন্মুক্ত কুরআন বিতরণ আয়োজন চৌদ্দগ্রামে জগন্নাথদীঘিতে বড়শি প্রতিযোগিতার আয়োজন, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা পিআর পদ্ধতি চালু হলে স্বৈরাচার সৃষ্টির পথ বন্ধ হবে- মাওলানা আবদুল হালিম কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক কয়েলের আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর

বন্ধুর গায়ে হলুদ থেকে বাড়ি ফেরা হলনা অনিকের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল অনিক(১৭) নামে এক কিশোরের। এসময় আহত হয় মোটর সাইকেল আরোহী অপর এক বন্ধু আব্দুল মান্নান(১৮)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা এলাকায়।

নিহত ইয়াফি আবরার অনিক (১৭) উপজেলার ৯নং গুনাইঘর গ্রামের মোঃ শাহ জালাল কবিরাজের ছোট ছেলে। সে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় বাবার সাথে ভাড়া বাসায় থাকত। ৭মাস পূর্বে মা’ মারা যায় অনিকের। অনিক দেবীদ্বার রেয়াজ উদ্দীন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করার পর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল।

দুর্ঘটনায় আহত অনিকের বন্ধু মান্নান জানায়, তাদের এক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান উপজেলার বারেরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকল বন্ধুরা রারেরা মোল্লা বাড়ি হয়ে চলে যায়। কিন্তু অনিক ও মান্নান আরওয়ানফাইভ মোটরসাইকেলটি নিয়ে ভিড়াল্লা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৃষ্টি থাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে অনিককে নিষেধ করেন মান্নান। ভিড়াল্লা রাস্তা থেকে মহাসড়ক হয়ে দেবীদ্বার আসার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়ক থেকে জমিতে পড়ে যায়। পেছনে থাকায় আমি ছিটকে রাস্তার নিচে ও অনিক ছিটকে পড়েন সড়কের উপর, এসময় সিলেট থেকে কুমিল্লামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় অনিক।

মা’ হারা পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর অনিকের বাবা শাহ জালাল কবিরাজ জানান, বন্ধুর মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফেরার পথে বৃষ্টিতে মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয়েছে অনিকের।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুর আফসার বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহীত করেননি, এমনকি থানা পুিলশের পক্ষ থেকেও কেউ কিছু জানায়নি।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, সড়ক দূর্ঘটনার বিষয়টি বিকেলে এক সাংবাদিক ফোনে জানিয়েছিল, যেহেতু ঘটনাটি হাইওয়ে ঘটেছে তাই বিষয়টি হাইওয়ে পুলিশই ব্যবস্থা নেবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD