1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে জমজমাট সামুদ্রিক মাছের বাজার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা  ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানাও প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে উন্মুক্ত কুরআন বিতরণ আয়োজন চৌদ্দগ্রামে জগন্নাথদীঘিতে বড়শি প্রতিযোগিতার আয়োজন, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা পিআর পদ্ধতি চালু হলে স্বৈরাচার সৃষ্টির পথ বন্ধ হবে- মাওলানা আবদুল হালিম কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক কয়েলের আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর

দেবীদ্বারে জমজমাট সামুদ্রিক মাছের বাজার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে সন্ধ্যা নামতেই জমে উঠে সামুদ্রিক মাছের বাজার। ইলিশ মৌসুম থাকায় বৃদ্ধি পেয়েছে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা। সন্ধ্যা নামতেই শুরু হওয়া এই বাজার চলতে থাকে রাত ১১টা পর্যন্ত।

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার নিউমার্কেট সামুদ্রিক মাছের বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন জাতের মাছে ভরপুর বাজার। দামে একটু বেশি হলেও ক্রেতারা তাদের পছন্দ মতো মাছ কিনে নিয়ে যাচ্ছেন এ বাজার থেকে।

বাজারে মাছের রাজা ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮ শত থেকে ১৩ শত টাকায়, ৩ থেকে ৭/৮ কেজি ওজনের কাইক্কা মাছের দাম হাঁকছেন প্রতি কেজি ৪শত টাকা, সুরমা মাছ ৫ শত টাকা, রুপচাঁদা মাছ ৫শত টাকা, চেনা মাছ ৬শত টাকা, পোঁয়া মাছ ৩শত টাকা, বাগদা চিংড়ি ৯শত টাকা ও কোরাল মাছ ৮শত টাকা কেজি। এছাড়াও লইট্রা মাছ, পোয়া মাছ, পাবদা মাছসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এ বাজারে।

বাজারে মাছ ক্রেতা আব্দুল হালিম ও ছালমা আক্তার জানান, বাজারে ইলিশের দাম তুলনামূলক একটু বেশি। এতো দাম দিয়ে মাছ কেনার সাধ্য খুব কম মানুষের আছে। দেশীয় মাছের তুলনায় সামুদ্রিক মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। তবে এ মাছগুলো সবসময় এখানে পাওয়া যায়না তাই কিনে নিচ্ছি।

মাছ ব্যাবসায়ী সোহাগ ও জয়দল জানান, এখন ইলিশ মৌসুম চলছে। এখানকার মানুষজন সামুদ্রিক মাছ খুব পছন্দ করেন। তাই ক্রেতাদের চাহিদা থাকায় ইলিশের সাথে সামুদ্রিক মাছ নিয়ে আসি। অধিক মূল্যের প্রশ্নের জবাবে তারা জানায়, ঘাট থেকে মাছ কেনার পর তার যাতায়াত খরচ, সংরক্ষণ সবকিছুর ওপর দাম নির্ভর করে। বাজার যখন যেমন তখন তেমন দামে বিক্রি করতে হয়। এ সামুদ্রিক মাছের বাজার আগামী ১০-১৫ দিন চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD