1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিনি সাইয়্যেদেনা হজরত বড় পীর (রাঃ) এঁর একজন বুজুর্গ আওলাদ - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন নাঙ্গলকোটের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে অস্ত্রের মহড়া, ৬ বাড়ি, গাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চৌদ্দগ্রামে দুর্ঘটনাজনিত অসুস্থ কর্মীর খোঁজখবর নেন জামায়াত নেতৃবৃন্দ অপপ্রচার রুখতে মুরাদনগর এনপিপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কুবি সাংবাদিকদের প্রশিক্ষণ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও দেবীদ্বারে দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার ব্রাহ্মণপাড়ায় ড্রেজিং করে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে এক স্কুলছাত্র নিহত,১০ ছাত্র আহত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুইদিন পর প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

তিনি সাইয়্যেদেনা হজরত বড় পীর (রাঃ) এঁর একজন বুজুর্গ আওলাদ

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৫২ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্টঃ

হজরত শায়খ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রাঃ)। হজরতের নামের শেষে আল-কাদেরী খেতাবটিই প্রমাণ করে যে, তিনি বড় পীর হজরত শেখ মুহীউদ্দীন আবদুল কাদের জিলানী (রাঃ) এঁর একজন একনিষ্ট ভক্ত-অনুরক্ত অনুসারী। কিন্তু তিনি যে হজরত বড় পীর (রাঃ) এঁর একজন বুজুর্গ আওলাদ তা অনেকেরই জানা নেই। ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত বড় পীর (রাঃ) এঁর শাহজাদাগনের বংশধরের মধ্যে চার জন ইরান থেকে বঙ্গদেশে এসেছেন। তাঁরা হলেন, হজরত শাহ মখদুম রূপোস (রাঃ) রাজশাহী, হজরত সাইয়্যেদ মিরণ শাহ্ (রাঃ) কাঞ্চনপুর, নোয়াখালী, হজরত সাইয়্যেদ শাহ্ মুরাদ (রাঃ) ছালিয়াকান্দি, কুমিল্লা এবং হজরত সাইয়্যেদ বাহাউদ্দীন বাকের (রা) চরবাকর, কুমিল্লা। একদা গোমতী নদীর তীরবর্তী এলাকাটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছিল এমন সময় হজরত সাইয়্যেদ বাহাউদ্দীন বাকের (রাঃ) এ অঞ্চলে আগমণ করলে এলাকাটি ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়। ফলে জায়গাটি তাঁর নামানুসারে চরবাকর নামে প্রতিষ্ঠা লাভ করে যা আজও বিদ্যমান।

হজরত বড় পীর (রাঃ) এঁর বংশধর হজরত সাইয়্যেদ বাহাউদ্দীন বাকের (রাঃ) বংশে জন্ম গ্রহণ করেন কুমিল্লার জ্যোতিরময় সুফি সাধক গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান হজরত শাহ সুফি ক্বারী গাজী আরেফ সাইয়্যেদ আবদুস সোবহান আলকাদেরী (রাঃ)। তিনি একাধারে মক্কা শরীফ, মদিনা শরীফ, ইয়েমেন, শ্যাম, সিরিয়া, বায়তুল মোকাদ্দাস, তুরস্ক সহ বিভিন্ন দেশ ভ্রমন করেন। মুসলিম বিশ্বে অবস্থানকালে আরবের সর্বোচ্চ বিদ্যাপীঠ মুসল শরীফ’ হতে সর্বোচ্চ ডিগ্রী ‘শায়খুল কোররাহ্’ উপাধি পান এবং তৎকালীন সময়ে গোল্ড মেডেল লাভ করেন। কে এই মহান তাপস শায়খ আবদুস্ সোবহান আল কাদেরী (রাঃ) গ্রন্থটিতে হজরত শাহ সুফি আবদুস সোবহান আল ক্বাদেরী (রাঃ) এঁর একনিষ্ট ভক্ত-মুরিদ লেখক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলকাদেরী হজরতের বংশ পরিচয় বাল্য ও শিক্ষা জীবন, কঠোর রিয়াজত ও সাধনা, অলৌকিক ক্ষমতা, চিল্লাহ সমূহের রিয়জত, সামাজিক কর্মকাণ্ড এবং তাঁর কতিপয় রচনাবলী সুন্দর ও সাবলীল ভাবে তুলে ধরেছেন। গ্রন্থটি আধ্যয়ন করলে পাঠকগন হজরত বড় পীর (রাঃ) এঁর বংশধর একজন মহান আউলিয়া সম্পর্কে এবং কাদেরীয়া তরিকার দর্শন জানতে পারবেন। ফাল্গুন মাসে হযরতের ওরস শরীফ শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

এদিকে গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শাহ সুফি ক্বারী গাজী শায়খ মাওলানা আবদুস্ সোবহান আলক্বাদেরী শাহপুরী (রহ) পবিত্র ওরস মোবারক আরবী রজব মাসের ৭ তারিখ দিবাগত রাতে কুমিল্লার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটিতে সরা রাত ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে।

ওরসের কর্মসূচীর মধ্যে থাকে কোরআন তিলাওয়াত, খতমে ক্বাদেরী শরীফ পাঠ, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, হামদ-নাত, সালাতুস সালাম এবং বাদে ফজর ওরসের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD