1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
তিনি সাইয়্যেদেনা হজরত বড় পীর (রাঃ) এঁর একজন বুজুর্গ আওলাদ - Dainik Cumilla
শনিবার, ০৩ মে ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা

তিনি সাইয়্যেদেনা হজরত বড় পীর (রাঃ) এঁর একজন বুজুর্গ আওলাদ

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্টঃ

হজরত শায়খ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রাঃ)। হজরতের নামের শেষে আল-কাদেরী খেতাবটিই প্রমাণ করে যে, তিনি বড় পীর হজরত শেখ মুহীউদ্দীন আবদুল কাদের জিলানী (রাঃ) এঁর একজন একনিষ্ট ভক্ত-অনুরক্ত অনুসারী। কিন্তু তিনি যে হজরত বড় পীর (রাঃ) এঁর একজন বুজুর্গ আওলাদ তা অনেকেরই জানা নেই। ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত বড় পীর (রাঃ) এঁর শাহজাদাগনের বংশধরের মধ্যে চার জন ইরান থেকে বঙ্গদেশে এসেছেন। তাঁরা হলেন, হজরত শাহ মখদুম রূপোস (রাঃ) রাজশাহী, হজরত সাইয়্যেদ মিরণ শাহ্ (রাঃ) কাঞ্চনপুর, নোয়াখালী, হজরত সাইয়্যেদ শাহ্ মুরাদ (রাঃ) ছালিয়াকান্দি, কুমিল্লা এবং হজরত সাইয়্যেদ বাহাউদ্দীন বাকের (রা) চরবাকর, কুমিল্লা। একদা গোমতী নদীর তীরবর্তী এলাকাটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছিল এমন সময় হজরত সাইয়্যেদ বাহাউদ্দীন বাকের (রাঃ) এ অঞ্চলে আগমণ করলে এলাকাটি ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়। ফলে জায়গাটি তাঁর নামানুসারে চরবাকর নামে প্রতিষ্ঠা লাভ করে যা আজও বিদ্যমান।

হজরত বড় পীর (রাঃ) এঁর বংশধর হজরত সাইয়্যেদ বাহাউদ্দীন বাকের (রাঃ) বংশে জন্ম গ্রহণ করেন কুমিল্লার জ্যোতিরময় সুফি সাধক গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান হজরত শাহ সুফি ক্বারী গাজী আরেফ সাইয়্যেদ আবদুস সোবহান আলকাদেরী (রাঃ)। তিনি একাধারে মক্কা শরীফ, মদিনা শরীফ, ইয়েমেন, শ্যাম, সিরিয়া, বায়তুল মোকাদ্দাস, তুরস্ক সহ বিভিন্ন দেশ ভ্রমন করেন। মুসলিম বিশ্বে অবস্থানকালে আরবের সর্বোচ্চ বিদ্যাপীঠ মুসল শরীফ’ হতে সর্বোচ্চ ডিগ্রী ‘শায়খুল কোররাহ্’ উপাধি পান এবং তৎকালীন সময়ে গোল্ড মেডেল লাভ করেন। কে এই মহান তাপস শায়খ আবদুস্ সোবহান আল কাদেরী (রাঃ) গ্রন্থটিতে হজরত শাহ সুফি আবদুস সোবহান আল ক্বাদেরী (রাঃ) এঁর একনিষ্ট ভক্ত-মুরিদ লেখক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলকাদেরী হজরতের বংশ পরিচয় বাল্য ও শিক্ষা জীবন, কঠোর রিয়াজত ও সাধনা, অলৌকিক ক্ষমতা, চিল্লাহ সমূহের রিয়জত, সামাজিক কর্মকাণ্ড এবং তাঁর কতিপয় রচনাবলী সুন্দর ও সাবলীল ভাবে তুলে ধরেছেন। গ্রন্থটি আধ্যয়ন করলে পাঠকগন হজরত বড় পীর (রাঃ) এঁর বংশধর একজন মহান আউলিয়া সম্পর্কে এবং কাদেরীয়া তরিকার দর্শন জানতে পারবেন। ফাল্গুন মাসে হযরতের ওরস শরীফ শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

এদিকে গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শাহ সুফি ক্বারী গাজী শায়খ মাওলানা আবদুস্ সোবহান আলক্বাদেরী শাহপুরী (রহ) পবিত্র ওরস মোবারক আরবী রজব মাসের ৭ তারিখ দিবাগত রাতে কুমিল্লার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটিতে সরা রাত ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে।

ওরসের কর্মসূচীর মধ্যে থাকে কোরআন তিলাওয়াত, খতমে ক্বাদেরী শরীফ পাঠ, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, হামদ-নাত, সালাতুস সালাম এবং বাদে ফজর ওরসের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD