1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে চুরি যাওয়া ব্যাটারী ও ওয়েল্ডিং মেশিনসহ গ্রেফতার-২ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের সর্বস্তরের মানুষকে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহবান ব্রাহ্মণপাড়ায় বিয়ের তিনমাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কুবি শিক্ষার্থীদের সংহতি: প্রতীকী অনশন ও ভিসির পদত্যাগ দাবি বিএনপি কর্মী হত্যা মামলার আসামি লোকমান হোসেন ব্রাহ্মণপাড়া থেকে গ্রেপ্তার কুমিল্লার বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন আহত চৌদ্দগ্রামে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বিধবাকে সেলাই মেশিন উপহার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোরের মৃত্যু কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন-রাসেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক কুমিল্লায় গোমতী নদীর চরে খাদে পড়ে এক কিশোরের মৃত্যু

দেবীদ্বারে চুরি যাওয়া ব্যাটারী ও ওয়েল্ডিং মেশিনসহ গ্রেফতার-২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে অটো সার্ভিসিংয়ের দোকান থেকে গভীর রাতে চুরি যাওয়া ৮টি ব্যাটারী ও ১টি ওয়েল্ডিং মেশিন নিয়ে যাওয়ার পথে মালামাল ও সিএনজি সহ ২ জনকে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া এলাকায় এসআই নুরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন,দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার গ্রামের জুজু মিয়ার পুত্র মোঃ মাসুম মিয়া (৩০) এবং একই গ্রামের মোঃ জয়নাল মিয়ার পুত্র মোঃ জয়দল হোসেন (২৭)। আটককৃত আসামীদের বিরুদ্ধে মায়ের দোয়া অটো সার্ভিসিংয়ের স্বত্বাধিকারী রবিউল হাসান বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করলে পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে, মামলা নং- ২৬/২৩৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানে চুরি করার বিষয়টি গ্রেফতারকৃত আসামীরা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজারে “মায়ের দোয়া অটো সার্ভিসিং” দোকানের স্বত্বাধিকারী মোঃ রবিউল হাসান প্রতিদিনের ন্যায় গত ১৯/০৯/২০২৩ইং তারিখ রাত সাড়ে ১০টায় দোকানের সার্টার তালা বন্ধ করে বাসায় চলে যান। পরবর্তীতে ২০/০৯/২০২৩ইং তারিখ সকাল অনুমান সাড়ে ৮টায় তাহার দোকান খোলতে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা অবস্থায় সার্টারের সাথে লাগানো আছে এবং সিসি ক্যামেরা গুলো ওল্টানো অবস্থায়। এসময় দোকানের আশপাশের লোকজন সহ দোকানের সার্টার খুলে দোকানের ভিতর প্রবেশ করিয়া দেখে দোকানের ভিতর থাকা পুরাতন অটো ১২ ভোল্টের ০৮ টি ব্যাটারী, প্রতিটি ব্যাটারীর মূল্য ৭ হাজার টাকা এবং ১টি ওর্য়ালিং মেশিন যার মূল্য ২০ হাজার টাকা। ধারনা করা যাচ্ছে গত ২০/০৯/২০২৩ইং তারিখ গভীর রাতে তালা ভেঙে চোরচক্র মালামাল গুলো অজ্ঞাত স্থানে নিয়ে রাখে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর বলেন, অদ্য ভোরে চেকপোস্ট পরিচালনাকালে ব্যাটারী, ওয়েল্ডিং মেশিনসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে থানায় পেনাল কোডে একটি মামলা রুজু হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন। কোর্টের সময় পার হয়ে যাওয়ায় গ্রেফতারকৃত আসামীরা থানা হেফাজতে রয়েছে। আগামীকাল সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD