1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সকল কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র করেও কিছু করতে পারবেনা -এমপি বাহার - Dainik Cumilla
রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

সকল কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র করেও কিছু করতে পারবেনা -এমপি বাহার

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা সদর আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, শেখ হাসিনাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবেনা। সকল কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র করেও কিছু করতে পারবেনা। অনেক এমপিরা ঢাকায় বসে গাড়ি-বাড়ি করে বসবাস করছে। তাদের মত আমিও ঢাকায় বসবাস করে স্ত্রী-সন্তান নিয়ে থাকতে পারতাম। আর নির্বাচনের আগ মুহুর্তে ভোট চাইতে পারতাম। কিন্তু তা আমি করিনি। আমি ৫০ বছর ধরে আপনাদের পাশে আছি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সবাই লম্বা লম্বা কথা বলে কিন্তু করোনার সময় কাউকে পাশে পাওয়া যায়নি। আমাদের শেখ হাসিনা সবার পাশে ছিলো। তাহলে ভোট কাকে দিবেন! ভোট দিবেন নৌকায়। এই নৌকা কার! এই নৌকা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার। আগামী ২৪ সালের জানুয়ারি মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে ভোএ দিবেন।

তিনি আরও বলেন, আমি ২০০৮ সালে ক্ষমতায় আসার পর কুমিল্লাকে চাঁদাবাজ মুক্ত করেছি। এই কুমিল্লায় একসময় অলিগলিতে মদ পান করা হতো। আমি এসব বন্ধ করেছি। মানুষ এখন রাস্তায় চলাচল করতে পারে।
এই নগরীতে ২৫ কোটি টাকার কাজ করেছে আরফানুল হক রিফাত। সে একজন সৎ মেয়র। এখন এই শহর বড় হইছে ড্রেন ছোট হইছে। ২ টার্মের মেয়র কোটি টাকা খেয়ে ফেলছে। রাস্তা ১২ ফিট আর বিল্ডিং ১২ তলা। এসব অনুমোদন দিয়েছিলো সে।

হাজী মুরাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন কুমিল্লা সিটিকর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ মিয়াজ পাভেল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাভেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মোঃ ফয়েজকে সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদ মিয়ার নামসহ ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন এমপি বাহার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD