1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে : এমপি বাহার - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে : এমপি বাহার

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ উন্নত জীবন যাপন করতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য স্বপ্ন একটাই, এদেশের মানুষের জীবনমান উন্নত হোক, এদেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক। এ দেশের গরীব অসহায় পরিবারের সন্তানরা লেখাপড়ায় এগিয়ে যাক।গত ১৫ বছরে দেশ পরিচালনায় শেখ হাসিনার এ লক্ষ্য ও স্বপ্ন সফল হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর মুন্সেফবাড়ি এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে জাতীয় সমাজকল্যান পরিষদের আওতায় ১৮টি স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে সাত লাখ দশ হাজার টাকার অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি।
কুমিল্লায় স্বাস্থ্যখাতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মান তুলে ধরে এমপি বাহার আরও বলেন, কুমিল্লায় কমিউনিটি ক্লিনিক, জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে। রোগীরা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দিচ্ছেন। সেবার মান নিয়ে এখন আর কোন অভিযোগ শোনা যায় না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে আগামী সপ্তাহে আরো দুইটি ডায়ালাইসিস মেশিন এবং ইটিটি মেশিন দেওয়া হবে।
অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। উপজেলা সমাজ কল্যান পরিষদের সহকারী পরিচালক ফারহানা আমিন, শহর সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর ইসলাম, এমপির একান্ত সচিব ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD