1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩

সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

শফিউল আলম রাজীব,

সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। রবিবার ( ৩ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে। তবে প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টত কারো বিরুদ্ধে কোন অভিযোগের কারন উল্লেখ না করলেও স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে যে সকল ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধেই সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন।

যাদেরকে অব্যহতি দেওয়া হলো তারা হলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি মোঃ শেখ আবুল কাসেম, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল, দোলাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তারেক, লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগ (মেঘনা)’র যুগ্মআহবায়ক মোঃ নাঈমুল ইসলাম শত, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার)’র সভাপতি মোঃ ছাদেক হোসেন ব্যাপারী, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সহ-সভাপতি মোঃ ফাহিম, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাঙাঘাসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা)’র সহসভাপতি মোঃ ফাহিম, বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার)’র সাংগঠনিক সম্পাদক মোঃ এনামূল হক। উল্লেখিত নেতৃবৃন্দকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, যারা স্বাধীনতা বিরোধী ও রাজাকার প্রেমী। যারা ছাত্রলীগ করবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করবে না, তারা কখনোই ছাত্রলীগের নেতা কিংবা কর্মী হতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলার অন্তর্ভুক্ত ১৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD