1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২১ আগষ্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া বরুড়ায় এক অনন্য আয়োজন, মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট পেল সরকারি স্বীকৃতি চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লার আদর্শসদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে আট হাজার মানুষ পেলেন স্বাস্থ্যসেবা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ কুমিল্লা বিভাগের দাবিতে ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ কুমিল্লায় খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি

২১ আগষ্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের (একাংশের) উদ্যোগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকারীদের বিচার চেয়ে কুমিল্লা মডার্ন কমিউনিটি সেন্টার আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আনজুম সুলতানা সীমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, আনিসুর রহমান মিঠু- সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান, মনির হোসেন ঝান্টু, জাকির হোসেন, খাদেম ফিরোজ, আবু তাহের, মানিক খন্দকার, লুৎফুর বাড়ি হিরো, জাহাঙ্গীর আলম, এডভোকেট আনোয়ার, মানিকচন্দ্র ভৌমিক।

উক্ত আলোচনা সভা উপস্থাপনা করেন জসিম খান ও আবু হানিফ।
আলোচনার এক সময়ে সভাপতি আনজুম সুলতানা সীমা বলেন- ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় এখনকার পদধারী নেতাকর্মীরা কোথায় ছিলেন? তখন যারা ফ্যাসিবাদী বিএনপি’র জুলুম অত্যাচার সহ্য করে রাজপথের অসংখ্য ত্যাগ স্বীকার করেছিল তারা এখন সুবিধাবাদী পথ ধারি নেতাকর্মীদের জন্য অবহেলিত। তারপরেও তারা রাজপথে ছিল আছে থাকবে।

আলোচনার একপর্যায়ে আনিসুর রহমান মিঠু বলেন- ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার পর আমরা কুমিল্লা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আফজাল খানের নেতৃত্বে ঢাকায় রাজপথে অবস্থান করেছিলাম। তখন আমাদের বিরুদ্ধে তৎকালীন বিএনপি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়। তখন আপনারা কোথায় ছিলেন। এখন যারা আমাদের ত্যাগী নেতাদের মূল্যায়ন করছেন না, তারা একজনও সেদিন ঢাকার রাজপথে গ্রেনেড হামলার প্রতিবাদ করেনি। আপনারা মনে রাখবেন যারা সুবিধাবাদী রাজনীতি করে তাদের রাজনৈতিক জীবন টাকায় সমৃদ্ধশালী হয় শুধু মানুষের সম্মানে নয়।

উক্ত আলোচনা সভায় নেতাকর্মীরা একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং হত্যার মূল নকশাকারী ও ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD