1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২১ আগষ্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩

২১ আগষ্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের (একাংশের) উদ্যোগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকারীদের বিচার চেয়ে কুমিল্লা মডার্ন কমিউনিটি সেন্টার আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আনজুম সুলতানা সীমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, আনিসুর রহমান মিঠু- সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান, মনির হোসেন ঝান্টু, জাকির হোসেন, খাদেম ফিরোজ, আবু তাহের, মানিক খন্দকার, লুৎফুর বাড়ি হিরো, জাহাঙ্গীর আলম, এডভোকেট আনোয়ার, মানিকচন্দ্র ভৌমিক।

উক্ত আলোচনা সভা উপস্থাপনা করেন জসিম খান ও আবু হানিফ।
আলোচনার এক সময়ে সভাপতি আনজুম সুলতানা সীমা বলেন- ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় এখনকার পদধারী নেতাকর্মীরা কোথায় ছিলেন? তখন যারা ফ্যাসিবাদী বিএনপি’র জুলুম অত্যাচার সহ্য করে রাজপথের অসংখ্য ত্যাগ স্বীকার করেছিল তারা এখন সুবিধাবাদী পথ ধারি নেতাকর্মীদের জন্য অবহেলিত। তারপরেও তারা রাজপথে ছিল আছে থাকবে।

আলোচনার একপর্যায়ে আনিসুর রহমান মিঠু বলেন- ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার পর আমরা কুমিল্লা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আফজাল খানের নেতৃত্বে ঢাকায় রাজপথে অবস্থান করেছিলাম। তখন আমাদের বিরুদ্ধে তৎকালীন বিএনপি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়। তখন আপনারা কোথায় ছিলেন। এখন যারা আমাদের ত্যাগী নেতাদের মূল্যায়ন করছেন না, তারা একজনও সেদিন ঢাকার রাজপথে গ্রেনেড হামলার প্রতিবাদ করেনি। আপনারা মনে রাখবেন যারা সুবিধাবাদী রাজনীতি করে তাদের রাজনৈতিক জীবন টাকায় সমৃদ্ধশালী হয় শুধু মানুষের সম্মানে নয়।

উক্ত আলোচনা সভায় নেতাকর্মীরা একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং হত্যার মূল নকশাকারী ও ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD