1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জুলাই মাসে ১০ খুন, নারী ও শিশু নির্যাতনের মামলা ৩০ টি - Dainik Cumilla
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস কুমিল্লায় সড়কের পাশে সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতারা ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রথম সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামীসহ ৪ জন গ্রেপ্তার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ কুমিল্লা সিটির কর্পোরেশনের এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা  ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কুমিল্লায় জুলাই মাসে ১০ খুন, নারী ও শিশু নির্যাতনের মামলা ৩০ টি

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পঠিত

নেকবর হোসেন:
কুমিল্লা জেলায় জুলাই মাসে ১০ টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৩০টি।সিঁধেল চুরির ঘটনায় ১৬ টি ও গাড়ি চুরির ঘটনায় ১১ টি মামলা হয়েছে। মাদকদ্রব্য আইনের সারা জেলায় মামলা হয়েছে ৩০২ টি। বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে ৫৪৩ টি। জুলাই মাসে অপমৃত্যুর মামলা হয়েছে ৬৬ টি।
গতকাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত অপরাধ চিত্র বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম,পুলিশ সুপার আব্দুল মান্নান, বিজিবি ১০ এর অধিনায়ক লে: কর্নেল নজরুল ইসলা,র্যাব – ১১ এর উপ-পরিচালক এ কে এম মনিরুল আমিন, চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সী, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনিতি চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান,ভোক্তা অধিকার সংরক্ষণ কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরাধ চিত্রে আরো উল্লেখ করা হয়, জুলাই মাসে উপজেলা নির্বাহী অফিসার,সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ ১৬৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসব মোবাইল কোর্টে ২৮৬ মামলায় ১৬ লাখ ৩৫ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অর্থদণ্ড দেয়া হয়েছে ২৫২ জনকে। কারাদণ্ড দেয়া হয়েছে চার জনকে। ৩১ জনকে উভয়দণ্ড দেওয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য ও চরাচালান বিরোধী এবং কাজ ফোর্স অভিযান পরিচালনায় গত জুলাই মাসে টাস্ক ফোর্স ১২ টি অভিযানে নয় মামলায় আটক ব্যক্তির ৯ জন। পুলিশের ৩৪২২টি অভিযানে ২৪৪টি মামলায় আটক ব্যক্তি ৩১৪ জন। বিজিবি ২১৩৫টি অভিযানে ২১৩ টি মামলায় ৬ জন। র ্যাব এর ২৪টি অভিযানে ২৪ মামলায় ২৭ জন নাটক ব্যক্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০০টি অভিযানে ৩৯ মামলায় ৩৯ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। বন বিভাগের ১১৪ টি অফিসানে মামলার সংখ্যা ১ টি।
অবৈধ অস্ত্র সংক্রান্ত বিবরণীতে দেখা গেছে, গত জুলাই মাসে ১টি এলজি, ৫টি কার্তুজ, ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD