অদ্য ০৪/০৮/২০২৩ খ্রিঃ তারিখ অনুমান ০৬.১৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মিয়াবাজার হাইওয়ে থানার এসআই/(নিরস্ত্র) মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন তালতলা নামক স্থানে ঢাকামুখী লেনে ০১টি বালুবোঝাই হলুদ রং এর মাঝারী ড্রাম ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দিলে পুলিশের সংকেত অমান্য করে আরও দ্রুত ও বেপরোয়া গতিতে চলে যাওয়ার সময় পুলিশ পেছনে ধাওয়া করলে চৌদ্দগ্রাম থানাধীন শামুকসার রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মহাসড়কের উপর ড্রাম ট্রাকটি রেখে ড্রাম ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ড্রাম ট্রাকটি রেজি: ঢাকা মেট্রো ট-২৪-৬১৭৮ তল্লাশী করে ট্রাকে থাকা বালুর নিচ থেকে ০৩ (তিন) টি প্লাস্টিকের বস্তার ভিতর ০৭ (সাত)টি প্যাকেটে প্রতিটি প্যাকেট নীল রংয়ের পলিথিনের উপর বাদামী রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো ৩৫ (পয়ত্রিশ) কেজি গাঁজা সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ড্রাম ট্রাকটি থানা হেফাজতে আছে।
অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।