স্টাফ রিপোর্টার:
আলহামদুলিল্লাহ আমি বড়ই ভাগ্যবান। মহান সৃষ্টিকর্তা আমাকে গত ১০মাসে ৩টি পাবলিক পরীক্ষার (এসএসসি ২০২২, এইচএসসি ২০২২, এসএসসি ২০২৩) ফলের পরিসংখ্যান সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথপ্রদর্শক, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নিকট হস্তান্তরের সুযোগ করে দিয়েছেন। শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাই ইলিশের বাড়ির গর্বিত সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বীর চট্টলার কৃতি সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরিকে ।
শিক্ষাবোর্ডে কর্মরত আমার সকল সহকর্মী, বিভিন্ন জেলার জেলাপ্রশাসক, পুলিশ সুপার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য , কেন্দ্রসচিব ও সকল শিক্ষক এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।যে সকল পরক্ষার্থী সাফল্য লাভ করেছে তাদের অভিনন্দন, আর যারা পাশ করতে পারনি হতাশ না হয়ে চেষ্টা কর নিশ্চয় পরবর্তীতে জিতে যাবে।