1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে মামা-মামির ঝগড়া, যুবকের আঘাতে মামির মৃত্যুর অভিযোগ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

চৌদ্দগ্রামে মামা-মামির ঝগড়া, যুবকের আঘাতে মামির মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে তাছলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন তিনি। তাছলিমা উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের লনিশর গ্রামের আমান উল্লাহর (৪৫) স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তাছলিমার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আমান উল্লাহর ভাতিজা লিমন বলেন,তরকারি রান্নাকে কেন্দ্র করে সোমবার দুপুরে চাচা-চাচির মধ্যে ঝগড়া হয়। এ সময় নাসির (২৫) তার মামার পক্ষ নিয়ে রান্নাঘরে থাকা সিমেন্টের ভাঙা চুলার অংশ দিয়ে চাচির মাথায় আঘাত করেন। চাচির চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে নাসির পালিয়ে যান। পরে চাচিকে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নিহত গৃহবধূ তাসলিমার বাবা মোহাম্মদ তনু মিয়া বলেন, ‘আমার মেয়েকে আমানউল্লাহ প্রায় সময় বিভিন্ন অজুহাতে নির্যাতন করত। গতকাল সোমবার তরকারি রান্নাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাগিনাকে দিয়ে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে স্থানীয় মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, ‘লনিশর গ্রামে তাসলিমা নামের এক গৃহবধূকে হত্যার সংবাদ পেয়েছি। নিহতের পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহাদাৎ হোসেন বলেন, তাছলিমার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD