নেকবর হোসেন :
কুমিল্লা নগরীর স্টেডিয়াম মার্কেট এবং কান্দিরপাড় এলাকার চার্জার ফ্যান ও রিচার্জেবল পণ্য বিক্রির দোকানে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় । বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রেতাকে ভাউচার প্রদান না করা এবং ইচ্ছেমতো দামে রিচার্জেবল ইলেকট্রনিকস পণ্য বিক্রির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো আছাদুল ইসলাম।