কুবিতে বিএনসিসির ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্র (বিএনসিসি) এর উদ্যাগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, প্লাটুনের বর্তমান সিইউও হায়দার মাহমুদ, সাবেক সিইউও মোঃ হাসানুর রহমান, ক্যাডেট সার্জেন্ট আরিফা আক্তার ও মোঃ সামিন বখশ সাদী, বর্তমান এবং সাবেক ক্যাডেটবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্লাটুন কমান্ডার এবং সেকেন্ড লেফটেন্যান্ট ড. মো. শামিমুল ইসলাম বলেন, ক্যাডেটদের পরিশ্রমের বিনিময়ে প্লাটুনের পক্ষ থেকে এই আয়োজন। আমরা প্রতিকূলতাকে জয় করে ছোট পরিসরে হলেও ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। আমরা সুখে দুঃখে পরস্পরের পাশে থেকে পথ চলি। আমাদের এই পথ চলা যেনো অনন্ত হয়।
উল্লেখ্য, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন কর্তৃক ১০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।