নাঙ্গলকোট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট শাহাব উদ্দিন ফারুক স্মৃতি সংসদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা অনুষ্ঠানে ৫সদস্যের উপদেষ্টা কমিটি ও ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা সাইফুল ইসলাম মিজি সাইফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা কমিটিতে রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ, বিএনপি নেতা আব্দুল মালেক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রবাসী ফোরাম সহ-সভাপতি ফরিদ মিয়া সরকার।
জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটিতে সৌদি আরব প্রবাসী জামালপুরের জাহিদুল হাসানকে আহ্বায়ক, আরব আমিরাত প্রবাসী কুমিল্লার আজিজুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আরব আমিরাত প্রবাসী নোয়াখালীর মোহাম্মাদ মনির, সৌদি আরব প্রবাসী কুষ্টিয়ার মোহাম্মাদ রাকিবুল ইসলাম, ওমান প্রবাসী কুমিল্লার আলমগীর হোসেন, জামাল হোসেন, আরব আমিরাত প্রবাসী কুমিল্লার রুবেল মজুমদার, বাহরাইন প্রবাসী কুমিল্লার নুরুল ইসলাম, ওমান প্রবাসী লক্ষ্মীপুরের বাবুল গাজী বাবলুকে যুগ্ম আহ্বায়ক, সৌদি আরব প্রবাসী কুমিল্লার জিয়াউর রহমানকে সদস্য সচিব ও ওমান প্রবাসী কুমিল্লার সাইফুল ইসলাম, সৌদি আরব প্রবাসী জামালপুরের মোহাম্মদ মোখলেছ, কুমিল্লার নাঙ্গলকোটের দেলোয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী মাগুরার হুমায়ুন রশিদ, আরব আমিরাত প্রবাসী কুমিল্লার নেজাম মির্জাকে সদস্য মনোনীত করা হয়।
অনুষ্ঠান শেষে সকলের সার্বিক মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।