1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটের মাঠে আসছে “সুন্নি ও সূফী পন্থী” নতুন ইসলামী নির্বাচনী জোট! ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হলেন রিয়াজ উদ্দিন বুড়িচংয়ের ভরাসার বাজারে জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতার হামলায় বিএনপি নেতা আহত ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হলেন খোরশেদ আলম তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালে এ বছরের সাত মাসেই বহির্বিভাগের চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩০ হাজার রোগী ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন:

কুমিল্লায় ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার প্রতিবাদে ও শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্য দূরিকরণ সহ উল্লেখযোগ্য আরও কয়েকটি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার দুপুরে জেলার কান্দিরপাড়স্থ ‘হোটেল রুচি বিলাশ’এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান (আহবায়ক), ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’ অন্যতম সমন্বয়ক, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার, বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. সিরাজুল ইসলাম।

‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কুমিল্লা জেলা শাখার আহবায়ক মো: জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন সভায় বিশেষ অতিথি ছিলেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মো: মোসলেহ উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কুমিল্লা আদর্শ সদর উপজেলা আহবায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন সোহেল, সদর দক্ষিণ উপজেলা আহবায়ক মো: মাজহারুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব মুহা. ফখরুদ্দীন ইমন, নাঙ্গলকোট উপজেলা আহবায়ক মো. সফি উল্লাহ সাদিক, লাকসাম উপজেলা আহবায়ক মো. আলমগীর হোসাইন, বরুড়া উপজেলা আহবায়ক মো. আজাদ হোসেন, তিতাস উপজেলা আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, হোমনা উপজেলা আহবায়ক মো. মশিউর রহমান, মনোহরগঞ্জ উপজেলা আহবায়ক মো. মিজানুর রহমান, চান্দিনা উপজেলা আহবায়ক কাজী জসিম উদ্দিন, মুরাদনগর উপজেলা আহবায়ক মো. সাইফ উদ্দিন, বুড়িচং উপজেলা আহবায়ক মো. সজিবুল ইসলাম আকাশ সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সভায় আগত অতিথিবৃন্দ। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা ও শীঘ্রই কুমিল্লার সকল উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD