নিজস্ব প্রতিবেদক:লাকসাম।।
‘শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ -এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার ট্রেড ইউনিয়ন সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) লাকসাম পৌরসভা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মোঃ আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, পৃথিবী আবারো খেলাফতের দিকে ধাবিত হচ্ছে। আগামিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনাকে সাথে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। এটা কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার; আপনি ইসলামের সাথে থাকবেন কি থাকবেন না। আর এক্ষেত্রে অগ্রনী ভূমিকা রাখবেন শ্রমিকরা।
তিনি বলেন, দুনিয়াতে যার নেক আমল বেশি আখিরাতে সে তত সম্পদশালী। আমাদের আমলগুলোকে সম্পদে পরিণত করা হবে। আর দুনিয়ার দালান-কোঠা ধনসম্পদ ধ্বংস হয়ে যাবে।
আগামী দিনে ইসলামকে বিজয়ী করার জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না, ইনশাআল্লাহ! ইসলামী রাষ্ট্র কায়েম হলেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও সম্মান পাবে।
লাকসাম পৌরসভা সভাপতি মাষ্টার একেএম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাঈনুদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর সভাপতি মোঃ রফিকুল ইসলাম,
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক আলী আসগর, কুমিল্লা মহানগর পরিবহন সেক্টর সভাপতি নজরুল ইসলাম সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা দপ্তর সম্পাদক ইকবাল হাসান মাহমুদ, লাকসাম উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (আর্মি), সেক্রেটারি রফিকুল ইসলাম। এ সময় লাকসাম পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মজিবুর রহমানকে সভাপতি ও হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে লাকসাম পৌরসভা রিকশা শ্রমিক ইউনিয়ন ও মোঃ রফিকুল হোসেনকে সভাপতি ও মোঃ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে লাকসাম উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।