1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা, ৪ জন সাময়িক বরখাস্ত - Dainik Cumilla
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি: নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান নাঙ্গলকোটে গরু ঘাস খাওয়ার জেরে সন্ত্রাসী হামলা, ১০বাড়ি ভাংচুর চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ব্রাহ্মণপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা, ৪ জন সাময়িক বরখাস্ত তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা, ৪ জন সাময়িক বরখাস্ত

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে সিগন্যালের ভুলে যাত্রী উঠানামা না করিয়ে হাসানপুর নামে পরবর্তী স্টেশনে চলে যায় চট্টলা এক্সপ্রেস ট্রেন। এসময় বাধ্য হয়ে নাঙ্গলকোট স্টেশনের যাত্রীরা নামেন সাড়ে ৫ কিলোমিটার দূরের হাসানপুর স্টেশনে। আর নাঙ্গলকোট স্টেশনে অপেক্ষমাণ চট্টলার যাত্রীদের ঢাকা থেকে চট্রগ্রামের মধ্যবর্তী কোন স্টেশনে যাত্রা বিরতি না থাকা সুবর্ণা এক্সপ্রেস ট্রেন থামিয়ে উঠিয়ে দেয়া হয়। এতে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নাঙ্গলকোটের যাত্রীদের। রোবিবার সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নাঙ্গলকোট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীল, গার্ড ও দুই ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নম্বর ৮০২। সুবর্ণ এক্সপ্রেসের নম্বর ৭০২। চট্টলা এক্সপ্রেস ট্রেন ছয়টা ২১ মিনিটে নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। গত কয়েক মাস ধরে নির্ধারিত সূচিতে ট্রেনটি চলাচল করছে না। প্রায় প্রতিদিনই এক থেকে তিন ঘণ্টা বিলম্ব হচ্ছে। রোববার এক ঘণ্টা ৫ মিনিট বিলম্বে সাতটা ২৬ মিনিটে নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করে। যদিও এটি নাঙ্গলকোট যাত্রাবিরতি দেওয়ার কথা।

অপরদিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করে। যার কারণে তালগোল পাকিয়ে ফেলেন স্টেশন মাস্টার। তিনি ভুলে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়ায় চট্টলা চলে যায় পরের স্টেশন হাসানপুরে। এদিকে ভুলের কারণে নাঙ্গলকোটে স্টপেজ দেয় বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস। অপেক্ষমান যাত্রীরা ওই ট্রেনে করেই শেষমেশ চট্টগ্রাম পৌঁছান।

নাঙ্গলকোটের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ‘দুটি ট্রেনের নম্বরের শেষে দুই আছে। ওই সময়ের দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীল ৮০২-কে ৭০২ মনে করে লাইন ক্লিয়ার দিয়ে দেন। ওই সময়ে চালক ও গার্ড দক্ষতার পরিচয় দিলে এমন ভুল হতো না। মোটকথা, সহকারী স্টেশন মাস্টার, চালক ও গার্ড সবার অসাবধানতার কারণে এমন ভুল হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD