1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না: ডা. তাহের - Dainik Cumilla
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের কোরআন খতম ও দোয়া অসচ্ছল ২০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্রামের সামাজিক সংগঠন যুসকস মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের ঢালুয়ায় বিএনপির বিক্ষোভ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না: ডা. তাহের বৃদ্ধাকে নিয়ে বিড়ম্বনায় হাসপাতাল কর্তৃপক্ষ চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবা সহ চিহিৃত ৪ মাদক কারবারি আটক কুমিল্লায় মানবাধিকার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর হামলা বুড়িচং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ সভা অনুষ্ঠিত রাজনীতি যদি হয় নিজের আখের গোছানো জনগণ তা প্রত্যাখ্যান করবে…ইয়াছিন আরাফাত মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ৬,পরিকল্পিত ভাবে মব করে খুন

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না: ডা. তাহের

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টি দেশে পিআর পদ্ধতির নির্বাচন চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে।

তিনি বলেন, উন্নত বিশ্বে পিআর পদ্ধতির জনপ্রিয়তা অত্যন্ত বেশি। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির ৩৬টি সদস্য দেশের মধ্যে ২৫টি, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ দেশ এই পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ফলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। জনগণ জুলুম-নির্যাতন থেকে মুক্তি পাবে। তিনি গত শনিবার রাতে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মো: আবুল হাসানাত মো. আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহাজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মো: সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, এম ইউসুফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেলসহ বিভিন্ন অঞ্চল ও ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD