1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া কৃষি অফিসের দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

ব্রাহ্মণপাড়া কৃষি অফিসের দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্টনার প্রোগ্রামটির মূল লক্ষ্য হল কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করা। এই প্রোগ্রামের অধীনে উদ্যোক্তা তৈরি, নিরাপদ ফসল উৎপাদন এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষিকে বাণিজ্যিককরণ। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস স্থানীয় কৃষকদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে, যেখানে তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং নতুন কৌশল ও প্রযুক্তি শিখতে পারে।

এ প্রোগ্রামের অধীনে ১শত জন উপস্থিত ছিলেন। এখানে তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে কীভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায়
এবং কৃষিকে কীভাবে বাণিজ্যিকরণ করা যায় এ বিষয়ের বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন এবং প্রতিটি পিএফএস একেকটি কৃষক সেবা কেন্দ্র পরিণত হবে বিশ্বাস করেন।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মুখলেছুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বিশেষ অতিথি কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ আনোয়ারুল ইসলাম জুয়েল, পার্টনার ফিল্ডের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সারোয়ার জামান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা, সাংবাদিক, কৃষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD