1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে মুন্সীরহাট পরীক্ষা কেন্দ্রে বিএনপি ও ছাত্রদলের পানি ও রুটিন বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ উদ্বোধন করা হল লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তিনটি গ্যালারি ও অন্দর মহল শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রায়হান-সাইদুরের নেতৃত্বে ৫৩ সদস্যের কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার, ১জনের ৬ মাসের কারাদণ্ড কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ

চৌদ্দগ্রামে মুন্সীরহাট পরীক্ষা কেন্দ্রে বিএনপি ও ছাত্রদলের পানি ও রুটিন বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মুন্সীরহাট ইউনিয়ন ও মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় তীব্র তাপদাহ লাঘবে দূর-দুরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা সম্বলিত পরীক্ষার রুটিন বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের মূল ফটকের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক, ইউনিয়ন বিএনপি নেতা মো: মুজিবুর রহমান।

বিএনপি নেতা মো: মুজিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক, জননেতা মো: কামরুল হুদার নির্দেশে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা এবং পরীক্ষার রুটিন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মুন্সীরহাট ইউনিয়ন ও ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা চলাকালীন অন্যান্য দিনেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য মাওলানা মো: জিয়াউর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: ইউছুফ মজুমদার, যুগ্ম আহবায়ক মো: ফরিদ ভূঁইয়া, কাজী মো: রিপন মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আব্দুল হালিম, সদস্য সচিব মো: জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক কাজী মো: শিপন মিয়া, মো: আব্দুল মোতালেব, মো: আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা মো: ইব্রাহীম খলিল সবুজ, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক মো: হাসান, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রবিউল হাসান সহ মুন্সীরহাট ইউনিয়ন ও প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD