1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)'র ইফতার মাহফিল সম্পন্ন - Dainik Cumilla
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট তিতাসে পরকীয়ার জেরে যুবককে ডেকে এনে ৪ টুকরো করে হত্যা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আটক ‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ব্রাহ্মণপাড়ায় মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায় নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পঠিত

 

খলিলুর রহমান।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(১৩ মার্চ) কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে মনোরম পরিবেশে ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।

ভিসিটি’র বর্তমান সভাপতি সাব্বির আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পৃষ্ঠপোষক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান শিক্ষক উপদেষ্টা প্রফেসর জীতেন্দ্রনাথ তরফদার, জেলা শিল্পকলা একাডেমির সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, বিখ্যাত নাট্যব্যক্তিত্ব জনাব শাহজাহান চৌধুরী, বিখ্যাত আবৃতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কাজী মাহতাব সুমন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হাসানাত আজাদ, কুমিল্লা কবি পরিষদের সভাপতি জনাব মুজিবুর রহমান।

 

আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি ইকরামুল হক ইথার, ভিসিটি’র সাবেক সভাপতি ও বর্তমান নজরুল ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা আলামিন হোসেন,সাবেক সভাপতি শাহাদাত হোসেন,সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি রিপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল বাশার বাঁধন, সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন রাজিব,ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক গর্বিত ভিসিটিয়ান জনাব এমদাদুল হক সোহাগ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের শুভাকাঙ্ক্ষী ও ধ্বনি চিত্র বিনির্মাণ পাঠশালার সাধারণ সম্পাদক আশিকুর রহমান শিঁশির, ভিসিটি’র শুভাকাঙ্ক্ষী পিন্টু চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু জাফর আলমগীর, কুমিল্লা সরকারি কলেজ থিয়েটার, অজিত গুহ কলেজ থিয়েটার,যাত্রিক নাট্যগোষ্ঠী, প্রতিবিম্ব থিয়েটার, জনান্তিক নাট্য সম্প্রদায়, চৌকোস নাট্য সম্প্রদায়, কুমিল্লা নাট্য দল , গার্ডেন থিয়েটার, ধ্বনি চিত্র বিনির্মাণ পাঠশালাসহ সকল নাট্য সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দগণ। পরবর্তীতে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD