1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

বুড়িচংয়ে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, ।।

বুড়িচংয়ে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সমবায় অদিপ্তরের প্রকল্প পরিচালকের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৪৮ জন উপকারভোগীদেরকে ১লক্ষ ৬০ হাজার টাকা করে ৭৬ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় একাডেমীর অধ্যক্ষ (অতিরিক্ত নিবন্ধক) কাজী মেসবাহ উদ্দিন আহমেদ।
উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন এর পরিচালনায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ হেলাল উদ্দিন, দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ,জেলা সমবায় অফিসার মোঃ সালমান ইকবাল। এসময় বক্তব্য রাখেন, সাবেক সমবায় কর্মকর্তা আবদুল শহিদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলোজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম,বরুড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমীর আলী,দুগ্ধ সমবায়ের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মাহমুূদা আক্তার প্রমুখ। ঋণের চেক বিতরন অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির উপকারভোগী ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD