1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা ব্রাহ্মণপাড়ায় বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন - Dainik Cumilla
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা ব্রাহ্মণপাড়ায় বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
আসন্ন পবিত্র মাহে রমজানে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, অবাধ সরবরাহ অব্যাহত রাখা ও বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। রমজানে বাজার যাতে স্থিতিশীল থাকে, সে লক্ষ্যে উপজেলা প্রশসন তৎপর রয়েছে।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এ কথা বলেছেন।
এসময় তিনি বলেন, প্রতি বছর রমজানে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়িয়ে দেন। অনেক ব্যবসায়ী রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য মজুদ করে রাখেন। রমজানে এসব পণ্য উচ্চ দরে বিক্রি করেন তারা। ফলে রমজানে দ্রব্যের লাগামহীন দামে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করে ইফতার সামগ্রী বিক্রি করা হয়। এবার যাতে এ রকম অবস্থার তৈরি না হয় সে লক্ষ্যে প্রথম রমজান থেকেই কাজ শুরু করেছে প্রশাসন।
ইউএনও মাহমুদা জাহান বলেন, বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। নির্ধারিত দামে পণ্য কেনাবেচা হচ্ছে কি না তা সরেজমিন পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ নির্ধারিত মূল্যের বাইরে বেচাকেনা এবং ভেজাল পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সভায় মাদক, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, বর্জ্য ব্যবস্থাপনা, চুরি, ডাকাতি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধের লক্ষে বিভিন্ন আলোচনা করেন বক্তারা।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ইদ্রিস মিয়া মাস্টার, মো. নুরুল ইসলাম, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ, জামায়াত নেতা মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD