মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম এইচ.জে. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রায় বিশ হাজার দর্শকের উপস্থিতিতে খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাল্গুনকরা এফডিসি ক্লাবকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় দ্বিতীয়ার্ধের পঁচিশ মিনিটের মাথায় চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন নাইজিরিয়ান রিক্রুট মোহাম্মদ মুসা। তবে, শেষ ১৫ মিনিটে ফাল্গুনকরা এফডিসি ক্লাব বারংবার আক্রমন করেও গোল দিতে ব্যর্থ হওয়ায় চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাব ১-০ ব্যবধানে জয় লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক মো: হারুন অর রশিদ মজুমদার, পৌর জামায়াতের আমীর মাওলানা মো: ইব্রাহিম, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল প্রমুখ। ফুটবল টুর্ণামেন্টটি গত ২ মাস ধরে অত্যান্ত সুন্দর ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়ে গতকাল উত্তেজনাপূর্ণ ফাইনালের মাধ্যমে সমাপ্ত হয়েছে। দর্শকরাও খুব ভালোভাবে খেলাটি উপভোগ করতে পেরেছে।