খলিলুর রহমান।।
২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক কাওয়ালী সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এলাবাদ ইউনিয়ন। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ আছর হতে শিল্পীরা আবৃত্তি,নাট্যপ্রদর্শনী,বিপ্লবী গান ও কাওয়ালী উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ সাইমুম শিল্পগোষ্ঠী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদী মঞ্চ,কুমিল্লার সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদ এবং গোমতী সাংস্কৃতিক সংসদ তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
কুমিল্লা জেলার গোমতী শিল্পগোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীতের স্রষ্টা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত বিখ্যাত ইসলামি সংগীত এবং দেশাত্মবোধক গান উপস্থাপন করেন।
সাইমুম শিল্পোষ্ঠীর শিল্পীরা হাস্যরসাত্মক উপস্থাপনা পরিবেশন করেন। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় উপস্থাপনা কাওয়ালী গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন আজাদী মঞ্চ।
অনুষ্ঠানে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক, জনপ্রিয় নাট্যকার, নাট্য নির্মাতা শিল্পী এবং অভিনেতা এ বি এম নোমান আজাদ;সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সংগীত পরিচালক, বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী এবং অভিনেতা শফিক আদনান;সাইমুম শিল্পগোষ্ঠীর শিশু কিশোর নাট্য পরিচালক জনপ্রিয় নাট্যাভিনেতা নাজমুল হাসান উপস্থিত ছিলেন।