1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমেই হতে হবে -শেখ ফজলুল করীম মারুফ - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমেই হতে হবে -শেখ ফজলুল করীম মারুফ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।
প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর সিষ্টেমেই (আনুপাতিক প্রতিনিধিত্ব) আগামি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নীতির পরিবর্তন ছাড়া ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় একারণেই ইসলামী আন্দোলন বাংলাদেল নীতি আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার অংশীদার হয়নি।

শুক্রবার বাদ জুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর ৫ম জেলা যুব সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক একেএম আব্দুজাহের আরেফী বলেন, বিগত ১৬ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামীলীগ দেশকে কারাগারে পরিনত করেছিল, এবং দেশের মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে অতএব অবশ্যই সামনের তিনটি নির্বাচনে আওয়ামিলীগকে নিষিদ্ধ করতে হবে ।

মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, বাংলার যুব সমাজ এটা আর দেখতে চায়না। তিনি আগামীর বাংলাদেশ পুনর্গঠনে যুব সমাজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেলা সভাপতি কেএম হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব,সেক্রেটারি মাওলানা নূর হোসাইন,সংগঠনিক সম্পাদক এসএম মাওলানা তাজুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর সহ-সভাপতি এইচ এম শাহজালাল, সাধারণ সম্পাদক মামুন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি আ ম ম উবাইদুল হক, দফতর সম্পাদত মুফতী মুহাম্মদ নাঈম,অর্থ সম্পাদক মুফতী নূরুল ইসলাম উসমানী,প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান ,প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মুন্সী , মাওলানা জোবায়ের খান খরাজী, প্রভাষক জাকির হোসাইন, ইমাম হোসাইন, মাসুদুর রহমান এম সোয়াইব হোসাইন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের নতুন সেশনের জন্য
সভাপতি হিসেবে, আ ম ম উবাইদুল হক,
সহ-সভাপতি,মুফতী রাশেদুল ইসলাম
সাধারণ সম্পাদক মুফতি নুরুল ইসলাম উসমানীর নাম ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD