1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় চার কর্মকর্তার বিদায় ও বরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামি গ্রেপ্তার কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা  যুবদলকে গতিশীল করার লক্ষে নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম অনেক চড়া চৌদ্দগ্রামে প্রধান শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চৌদ্দগ্রামে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিন আটক

ব্রাহ্মণপাড়ায় চার কর্মকর্তার বিদায় ও বরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম আবীর কে বিদায় সংবর্ধনা প্রদান ও মৎস্য কর্মকর্তা রাগিব হাসান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোখলেছুর রহমানকে বরণ করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা ডাক বাংলোর সভাকক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছ, অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ চাকরি থেকে অবসর গ্রহণ ও ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আজহারুল ইসলাম আবীর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সীমিত-২ এর সদর দপ্তরে বদলি হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের বিদায় জানানো হয়।
এছাড়া ব্রাহ্মণপাড়ায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কৃষিবিদ মো. মোখলেছুর রহমান যোগদান করায় তাদের ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান প্রমূখসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা, বিদায়ী কর্মকর্তাদের কর্মকালের বিভিন্ন স্মৃতি উপস্থাপন করে সংক্ষিপ্ত আলোচনা করে এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়া নব যোগদানকৃত কর্মকর্তাগণ যথাযথ দায়িত্ব পালন ও সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করণের প্রত্যাশা করেন বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD