1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ফ্যাসিস্ট আওয়ামীলীগ নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা নয় দাফনও করে ছেড়েছে : অধ্যাপক মজিবুর রহমান - Dainik Cumilla
শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত নাঙ্গলকোটে গোপনে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ কুমিল্লায় অনেক বড় প্রকল্প আটকে আছে, এগুলোর উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যবের একগুচ্ছ নির্দেশনা কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামীলীগ নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা নয় দাফনও করে ছেড়েছে : অধ্যাপক মজিবুর রহমান

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

.
মো: ওমর ফারুক মুন্সী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা না দাফনও করে ছেড়েছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ। পৃথিবীতে এমন কোন দেশের ইতিহাস নেই যেখানে দিনের ভোট রাত্রে হয়েছে কিন্তু আওয়ামীলীগ তা দেখিয়েছে ২০২৪ সালের নির্বাচনে। নিজেরা-নিজেরা খেলাধুলার নির্বাচন করেছিল আওয়ামীলীগ, তারা নতুন প্রজম্মকে ভোট থেকে বঞ্চিত করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মজিবুর রহমান বক্তব্যে আরও বলেন, আওয়ামীলীগ ভোট এতো নষ্ট করেছিল ভোটে যারা প্রার্থী হয়েছিল তারাও রুচি হারিয়ে ফেলেছিল ভোটে দাঁড়াতে। সাধারণ মানুষও নির্বাচন বর্জন করেছে, এখন কি করবে হাসিনা! পরে বের করল ডামি নির্বাচন। মানে তাদের মধ্যে একদল পক্ষে আরেক দল বিপক্ষে। এভাবে নির্বাচনকে দেশে তামাশায় পরিণত করেছিল আওয়ামীলীগ। জাতির সামনে তারা নির্বাচন নিয়ে যায়নি।
৫ আগস্টের কথা উল্লেখ করে বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, সেদিন মনে হয়েছিল আল্লাহ তায়ালা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে ছাত্র-জনতা, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার হাসিনা ইঁদুরের গর্তও খুঁজে পায়নি পালাবার জন্য, আল্লামা সাঈদী বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হলো তো তাই। মাটিতে যাওয়ার কোন সুযোগ হয়নি তার। শেষ পর্যন্ত আকাশে উড়াল দিল স্বৈরাচার। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, জামায়াতের ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। সম্মেলন সঞ্চালনা করেছেন দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD