1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আমরা নিজেদের থেকে প্লাস্টিক পণ্যের বিকল্প পণ্য ব্যবহার শুরু করতে হবে- সাহিদা আক্তার - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

আমরা নিজেদের থেকে প্লাস্টিক পণ্যের বিকল্প পণ্য ব্যবহার শুরু করতে হবে— সাহিদা আক্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

প্লাস্টিক পণ্য পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করতে হলে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহার শুরু করতে হবে। প্রত্যেককে প্লাস্টিকের ব্যবহৃত পণ্য এবং অন্যান্য বর্জ্য আলাদা আলাদা সংরক্ষণ করতে হবে। প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহার করার জন্য উদ্বুদ্ধকরণে উৎসাহিত করতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর , যুব উন্নয়ন অধিদপ্তর ও বিআরডি এর উদ্যোগে যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করে প্লাস্টিকের বিকল্প পণ্য তৈরী ও বিপননের ব্যবস্থা করতে হবে। বুড়িচং বাজারের মহিলা মার্কেট দখলমুক্ত করে নারী উদ্যোক্তাদেরকে পণ্য প্রদর্শন ও বিপননের ব্যবস্থা করা হবে।

১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে তারুণ্যে উৎসব উদযাপন উপলক্ষে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এসব কথা বলেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু,উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী,মহিলা বিষয় কর্মকর্তা ফাতেমা জোহরা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির,বিএনপির সাবেক বুড়িচং উপজেলার সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল হক, বুড়িচং কালী নারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ পাল, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোঃ ছাব্বির হোসেন, তারিকুল ইসলাম পিয়াসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল ,কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
এছাড়া সকাল ১০ টায় তারুণ্যে উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD