1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
পবিত্র শবে মেরাজ কবে জানা যাবে আজ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

পবিত্র শবে মেরাজ কবে জানা যাবে আজ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট।।
১৪৪৬ হিজরি জমাদিউস সানি মাসের ২৯ তারিখ আজ। সন্ধ্যায় চাঁদ দেখার ভিত্তিতে জানা যাবে কত তারিখ রজব মাস শুরু হবে। ২৬ রজব দিবাগত রাতটি পবিত্র মেরাজের রাত। যে রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।

বাংলাদেশের আকাশে আজ রজবের চাঁদ দেখা গেলে আগামী ২৭ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৮ জানুয়ারি (২৭ রজব) দিনে পালিত হবে পবিত্র শবে মেরাজ। যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে আগামীকাল ২ জানুয়ারি দিবাগত রাত থেকে রজব শুরু হবে এবং শবে মেরাজ পালিত হবে ২৮ জানুয়ারি দিবাগত রাত ও ২৯ জানুয়ারি দিনে।

নবীজির জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ রাতে তিনি ঊর্ধ্বাগমন করেন এবং অবলোকন করেন, সৃষ্টিজগতের সমস্ত কিছুর অপার রহস্য।

রজব হিজরি (আরবি) সপ্তম মাস। যাবতীয় যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত ও হানাহানি নিষিদ্ধ চার মাসের একটি। মুসলিম উম্মাহর জন্য বরকতময় মাস রজব। এ কারণেই রাসুল (স.) এ রজব মাসে আল্লাহর কাছে বিরামহীন বরকতের দোয়া করেছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হয়েছে পবিত্র রজব। সেখানে আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

উল্লেখ্য ৬ রজব সুলতানুল হিন্দ হজরত খাজা মাঈন উদ্দীন চিশতী (রা) ওরস শরীফে ও কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শায়খুল কোররাহ্ শাহ্ সুফি ক্বারী গাজী মাওলানা আবদুস্ সোবহান আলক্বাদেরী (রা)  এঁর ওরস শরীফের তারিখও আজ জানা যাবে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD