নিজস্ব প্রতিবেদক, লাকসাম : লাকসাম ফজলুল উলূম মাদ্রাসা ও ফজলুল উলূম মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার পাশে মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে নসিহত করেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব’র পরিচালক মুফতি সাঈদ আহমদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ঢাকার পরিদর্শক মাওলানা মুফতি উসমান গনি, ঢাকা রামপুরার জামিয়া কারিমিয়া মাদ্রাসার মাওলানা মুফতি ফয়জুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মাদানীনগর কারিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুজ্জাম্মেল হক ফারুকী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আফজাল হোসাইন, লাকসাম মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দীন। সভাপতিত্ব করেন, আমেনা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান সেলিম মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি ইউনুছ খন্দকার। মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠান তদারক করেন।
বার্ষিক মাহফিলে লাকসাম ফজলুল উলূম মাদ্রাসার ৯ জন, নাঙ্গলকোট ফজলুল উলূম মাদ্রাসার ৩ জন ও লাকসাম ফজলুল উলূম মহিলা মাদ্রাসার ৫ জনসহ নবাগত ১৭ হাফেজকে পাগড়ি ও মহিলা হাফেজদের কিতাব উপহার প্রদান করা হয়। পাগড়িপ্রাপ্ত নবাগত হাফেজদের মধ্যে রয়েছেন- মোঃ আবু রায়হান (ষোলদোনা, লাকসাম), মোঃ মুজাহিদুল ইসলাম (যশোর), মোঃ আফসার উদ্দিন (পলকোট, নাঙ্গলকোট), মোঃ রাতুল ইসলাম (নিশ্চিন্তপুর), মোঃ আব্দুল কাইয়ুম (ডিমাতলী), মোঃ আরাফাত হোসেন (বাইশগাঁও, মনোহরগঞ্জ), মোঃ আবু বকর (বাঙ্গড্ডা, নাঙ্গলকোট), মোঃ ইসমাইল হোসেন (সেনবাগ, নোয়াখালী), মোহাম্মদ সিয়াম (ইরুয়াইন), মহিলা হাফেজদের মাঝে রয়েছেন- ফয়জুন্নেসা সামিয়া (দিশাবন্দ, মনোহরগঞ্জ), খাদিজা আক্তার (চড্ডা, মনোহরগঞ্জ), জান্নাতুল মাওয়া (মুন্সীগঞ্জ, ঢাকা), মারিয়া জাহান (বাতাবাড়িয়া, মনোহরগঞ্জ) ও হুমায়রা আক্তার (চাটিতলা, নাঙ্গলকোট), নাঙ্গলকোট ফজলুল উলূম মাদ্রাসার ৩ জন হলেন- ইমরান হোসেন (ছোট মনতলি), কাউছার আলম (খোসারপাড়) ও মারুফ তামিম (নতুন হরিপুর, নাঙ্গলকোট)।