গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় ৩য় শ্রেণী ( নির্বাহী) কর্মচারী সমিতি ” কুকাস “এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
৬ ডিসেম্বর (শুক্রবার)এক সাধারণ সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সংশোধিত কমিটি গঠন করা হয়।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী,চাঁদপুর, লক্ষীপুর এবং ব্রাক্ষনবাড়িয়াসহ ৬টি জেলার তৃতীয় শ্রেণী কাস্টমস কর্মচারীদের মতামতের ভিত্তিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান দুলাল। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল নোমান।
পুনরায় সভাপতি নির্বাচিত ও কুকাস কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় কমিটির বাকাসের সভাপতি এবং মহাসচিব সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানিয়েছেন পরপর তিনবারের সভাপতি মেহেদী হাসান দুলাল।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান দুলাল বলেন, ‘আমার উপর আস্থা ও বিশ্বাস রাখায় কুকাসের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি এর আগেও দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছি। সংগঠনের অনেক সমস্যা সমাধানের ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিয়েছি। এবার সদস্যরা পুনরায় সভাপতি নির্বাচিত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আগামী দিনে সবাইকে সাথে নিয়ে কুকাস কে সেরা সংগঠন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।
মেহেদী হাসান দুলাল “বাকাস” কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি’র দায়িত্ব পালন করছেন। তিনি, কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের কৃতি সন্তান ।