1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে স্কুলের দুই ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ; আহত-৫ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

বুড়িচংয়ে স্কুলের দুই ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ; আহত-৫

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর এলাকায় স্কুল পড়ুয়া দুই ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত। আহত পাঁচ জনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন ।

(১২ অক্টোবর ২০২৪) শনিবার বিকেলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার এসআই নূরুল ইসলাম ও এসআই জুয়েল। গত বৃহস্পতিবার সকালে উক্ত ঘটনাটি ঘটার পর উভয়ে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকশীমূল ইউনিয়নে পাহাড়পুর গ্রামের সাগর এর ছেলে জুবায়ের পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনিতে পড়ে এবং একই গ্রামের হোসেন এর ছেলে আরিফ ফকিরবাজার স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে। দুই শিক্ষার্থী স্কুলে সাইকেল দিয়ে যাওয়ার পথে ঝগড়া ও মারামারি হয়। এই মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দেশীয় অন্ত্র,দা,ছেনি,লাঠি- লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আহত হয় আব্দুল মান্নান উড়ফে মনু মিয়ার ছেলে মো: সাগর ও সুলতান আহমেদ, মতিন। উক্ত ঘটনায় থানায় অভিযোগ করার পর পুনরায় দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় পাহাড়পুর খালেক মেম্বারের বাড়ির মৃত. আলী মিয়ার ছেলে মোঃ মনির হোসেন,স্ত্রী মোসাম্মৎ বিউটি আক্তার ও তার ছেলে মোঃ মারুফ।

উক্ত ঘটনায় সুলতান আহমেদ, মতিন বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে । তারা হলেন মৃত: আলী মিয়ার ছেলে মোঃ মনির হোসেন মিয়া ও জয়নাল আবেদীন,মনির হোসেন মিয়ার ছেলে মোঃ মারুফ হোসেন। অপরদিকে মৃত.আলী মিয়ার ছেলে মনির হোসেন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় অভিযোগ করেন,তারা হলেন মনু মিয়ার ছেলে মোঃ সাগর,সুলতান আহমেদ মতিন,মাসুম।মৃত. মৃত: আকবর আলীর ছেলে শব্দর আলী,রঞ্জু মিয়া,মনু মিয়া।

এঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায়,স্কুল শিক্ষার্থী আরিফ ও জুবায়ের এর মারামারিকে কেন্দ্র করে অভিভাবকদের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই দুই পক্ষ গত বছরেও মারামারি করেছিল এবং সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান হয়। এবার ঘটনাটি পূর্ব শত্রুতা থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মানিক মিয়া বলেন,এ ঘটনায় দু’পক্ষের লোকজন থানায় অভিযোগ করেছে। আমি উভয়কে উক্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই জুয়েল জানায়,ঘটনার পর দুইটি পক্ষ থানায় অভিযোগ করেছে। অভিযোগ পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD